রাবির প্রবেশপত্র ডাউনলোড শুরুর সম্ভাব্য সময় জানা গেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় পুনরায় আসন বিন্যাসের ফলে পূর্বের সকল অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড শুরু হতে পারে আগামীকাল।

আজ মঙ্গলবার (১১ মার্চ) এমনটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

মনোনিত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। 

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে চূড়ান্ত যত আবেদন পড়ল

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আমাদের এখনো কাজ বাকি আছে। সব সেন্টার বিশেষ করে রংপুর, খুলনা থেকে সিটপ্ল্যানের পরিপূর্ণ তথ্য এসে পৌঁছায়নি। শুধু বাণিজ্য ইউনিটের সিটপ্ল্যান রেডি করে সংশ্লিষ্ট ইউনিট অফিসে পাঠানো হয়েছে যাতে তারা দ্রুত প্রয়োজনীয় কাজ করতে পারেন। কারণ তাদের পরীক্ষা সবার আগে এবং ইদের আগেই তাদের প্রয়োজনীয় প্রিপারেশন নিতে হবে। 

তিনি আরো বললেন, বাণিজ্য ইউনিটের ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম হওয়াতে নতুন কোনো ক্যাপাসিটি দরকার নেই। আজ খুলনা থেকে তথ্য আসার পর আশা করছি আগামীকালের মধ্যে সিটপ্ল্যান রেডি হবে, তখন নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে।

প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি  অ্যাডমিট কার্ড দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন। তাহলে তাকে চারটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর তিনটি  ইউনিটে হলে মোট ছয়টি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

অ্যাডমিট কার্ডে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে সেটা হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডে সিগনেচার দিয়ে University Copy জমা নিবে এবং Candidate Copy ফেরত দিবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

তথ্য মতে, আগামী ১২ এপ্রিলে 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ 'এ' ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence