রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে চূড়ান্ত যত আবেদন পড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো
রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো   © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায়। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৪১৫টি।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে তথ্যটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আবেদন জমা হওয়ার বিষয়ে তিনি বলেন, তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৪১৫টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৯৮ হাজার ৮২০টি। 

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। 

বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ