ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্নপত্র মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ PM

গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় নেওয়ার দাবি তুলেছে ভর্তিচ্ছু এবং অভিভাবকরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁসের কোন ঘটনা ঘটেনি। যেটি ঘটেছে সেটি দেখার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। মূখ্য সমন্বয়কের নেতৃত্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি কাজ করে, সেই কমিটি গত পুরো সপ্তাহ যাবত পরিশ্রম করে যাচ্ছেন। ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে বিষয়টি যেন সমাধান করা হয়। সমাধান প্রায় শেষের দিকে চলে এসেছে, প্রায় কাজ শেষ করে ফেলেছেন।
এদিকে, বিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার স্বল্পসংখ্যক প্রশ্নপত্রে কিছু অসংগতি ও ভুলত্রুটি চিহ্নিত করেছে ইতঃপূর্বে গঠিত সংশ্লিষ্ট কমিটি। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ অংশে অনাকাঙ্ক্ষিতভাবে একসেট প্রশ্নপত্রের মধ্যে অন্য সেট প্রতিস্থাপিত হওয়ায় ইংরেজি বিষয়ের স্বল্পসংখ্যক প্রশ্নের ক্রমধারায় ত্রুটি এবং একাউন্টিং বিষয়ের কিছু প্রশ্নের পুনরাবৃত্তি চিহ্নিত করা হয়েছে। তবে, এই মর্মে নিশ্চিত করা যাচ্ছে যে, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
এতে আরও বলা হয়, এমন অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে পরীক্ষার্থীদের প্রাপ্য ফলাফল যাতে কোনোভাবে প্রভাবিত না হয় তা বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসিকিউ এর উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমরা আশ্বস্ত করছি যে, বিশেষজ্ঞদের মতামতের আলোকে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে উল্লিখিত অসঙ্গতিসমূহ নিরসনের সকল প্রক্রিয়া ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম এখনো চলমান রয়েছে যাতে পরীক্ষার্থীদের স্বার্থ পূর্ণ সংরক্ষণ করা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ রয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।