ঢাবির খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ, সুযোগ পাচ্ছেন যারা

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বিস্তারিত তথ্যও জানতে পারবেন তারা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্ৰুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবেন। 

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনুর্ধ্ব-২৩ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য খেলোয়াড় কোটার নির্ধারিত শর্ত পূরণ করেন, কেবল তারাই খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।

ভর্তি প্রার্থীরা গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তির যোগ্যতা ও শর্ত হলো- প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে; বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, ‘এ’ দল এবং বয়সভিত্তিক দলের সদস্য হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি: কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে

এছাড়া ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‍্যাংকিং অনুযায়ী ১-৫ এর মধ্যে থাকতে হবে; সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য লিখিত (অংকন) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ লিখিত (অংকন) পরীক্ষা গ্রহণ করবেন। চারুকলা ইউনিটের কোঅর্ডিনেটর এবং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬