গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে ফের সভায় বসছেন উপাচার্যরা

গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে আবারো সভা
গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে আবারো সভা  © টিডিসি সম্পাদিত

দেশের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে ফের সভায় বসতে যাচ্ছেন ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আগামী ৪ ফেব্রুয়ারি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সভা আহ্বান করা হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাসহ মোট ৪টি আলোচ্যসূচি নিয়ে এই সভার আহ্বান করা হয়। জানা গেছে, এবারের সভা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পদ্ধতিতে কয়টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে সেটা চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও আগের বারের অংশ নেয়া সব বিশ্ববিদ্যালয়কে এ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় সংযুক্ত করতে পারেনি উচ্চশিক্ষার তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কিংবা শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের বেশ কয়েকবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। দফায় দফায় সভা করলেও শেষ পর্যন্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরে গেছে।

তবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে সাম্প্রতিক সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউজিসির সামনে আন্দোলন এবং গত ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্যদের চিঠি দেয়ার প্রেক্ষিতে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে নতুন করে আবােরো বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন উপাচার্যরা। আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউজিসির অডিটোরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপাচার্যদের এই সভায় চারটি আলোচ্যসূচির মধ্যে রয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ২৯তম, ৩০তম ও ৩১তম সভার কার্যবিবরণী অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এছাড়াও ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ে এ সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বলতে পারেন ৪ ফেব্রুয়ারির সভায় নির্ধারণ হবে কারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে এবং কারা থাকছে না। তবে এই সভাটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষার বিভিন্ন  বিষয় নিয়ে আহ্বান করা হয়েছে। 

কয়টি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেবে জানতে চাইলে অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার সব কার্যক্রম সম্পন্ন করেছে। ফলে তারা থাকছে না ধরে নেয়া যায়। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) জোরালোভাবে গুচ্ছ পদ্ধতিতে না থাকার কথা জানিয়েছে। কিন্তু এ তিনটি বিশ্ববিদ্যালয়ের পর আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে না থাকার ঘোষণা দেয়। কিন্তু সম্প্রতি বিভিন্ন আন্দোলন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্যদের দেয়া চিঠির প্রেক্ষিতে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা সেটা বলা যাচ্ছে না।

উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আরও বলেন, ৪ তারিখের সভায় আগের গুচ্ছে অংশ নেয়া ২৪টি ‍বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অংশ নেবেন। তাই সেখান থেকে বোঝা যাবে, কারা থাকবে এবং কারা থাকবে না। তবে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতির মুখোমুখি না হয় আমরা সেটি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় রাখব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence