গুচ্ছ ভর্তি: শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যদের সভায় যে সিদ্ধান্ত হলো

২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ভর্তি পরীক্ষার্থী ও শিক্ষা উপদেষ্টা

ভর্তি পরীক্ষার্থী ও শিক্ষা উপদেষ্টা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন উপাচার্যরা। আলোচনায় চলতি বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার (২৯ ডিসেম্বর) গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা এবং চলতি অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরুর পরামর্শ দেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভার বিষয়ে জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে তাদের নিয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন।’ 

শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে এ উপাচার্য বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি ২০২৫ সালের প্রথম দিনই আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’

কতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, ‘৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখনো ২০টির মতো বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে রয়েছেন। আমরা আশা করছি এই ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬