মেরিটাইম ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হলো এ ভর্তি পরীক্ষা। 

বিকেল ৩টায় শিপিং অ্যাডমিনস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথমদিনের মতো এ কার্যক্রম শেষ হবে। আগামীকাল (২১ ডিসেম্বর) আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এপ্রিলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ের এল এল বি (অনার্স) ইন মেরিটাইম ল', বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে শিক্ষার্থী ভর্তির জন্য ৪টি ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: অনার্স-মাস্টার্সে ফার্স্ট মীর্যা গালিবকে নিতে হবে—এমন চিন্তায় বিজ্ঞপ্তিই দেয়নি ঢাবি!

স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্ৰগুলো হলো, বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (মেঘনা ভবন), বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (পদ্মা ভবন), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিপিএসসি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা।

‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাবি-ব্র্যাক…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬