জবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি ফি কত জানা গেল

২৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে জিএসটি গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে ২৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে চূড়ান্ত ভর্তি ফি জমা দিতে বলা হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd ও https://student.erp.jnu.ac.bd)-এ নিজ নিজ প্যানেলে লগইন করে, প্রাথমিক ভর্তি ফিস বাবদ ইতঃপূর্বে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে চূড়ান্ত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে। অত:পর আগামীকাল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত (সকাল ৯টা হতে বিকাল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে বিভাগ হতে কাগজপত্র জমাদান স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বলা হয়, চূড়ান্ত ভর্তি ফিস জমাদানের রসিদ (জিএসটি গুচ্ছের অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির পর মাইগ্রেশন করে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে),প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি, জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card,অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম (প্রয়োজনীয় স্বাক্ষরসহ),২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

এতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২ হাজার ৪০০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), যার মধ্যে ৫০০০ টাকা জমাকৃত। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১০ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ৫০০০ জমাকৃত। 

আর কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (বিশেষায়িত চারটি বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ৫০০০ টাকা জমাকৃত। তাছাড়া চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ ১২ হাজার ৪০০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), যার মধ্যে ৫০০০ টাকা জমাকৃত।

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!