বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রে যা করবেন ভর্তিচ্ছুরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ AM
২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও মেডিকেল ভর্তি পরীক্ষার সাম্ভাব্য তারিখ সামনে হয়েছে। শিগগিরই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন। এজন্য ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে নিয়ে আসার কথা ভাবছে বিশ্ববিদ্যালয়গুলো। তাই ভর্তি পরীক্ষার্থীদেরও এখন থেকেই নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের করণীয় নিয়ে থাকছে কিছু পরামর্শ।
প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়া
ভর্তি পরীক্ষার আগের রাতেই নিজের কলম, পেনসিল, স্কেল, প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিতে হবে। একটি স্বচ্ছ ফাইলে সবকিছু গুছিয়ে নিতে হবে। প্রবেশপত্রের নির্দেশিকাগুলো ভালোভাবে পড়ে নেয়া উচিত।
পর্যাপ্ত সময় হাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে
অন্যান্য দিনের তুলনায় ভর্তি পরীক্ষার দিনগুলোতে রাস্তা-ঘাটে যানজট বেশি থাকে। তাই শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেউয়া উচিত। আবার অনেক সময় শিক্ষার্থীরা কেন্দ্রের রাস্তা ভুল করে, তখন সঠিক রাস্তাই যেতে হলে সেখানেও অনেক সময় চলে যেতে পারে। তাই শিক্ষার্থীদের কমপক্ষে এক থেকে দেড় ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
পরীক্ষাকেন্দ্র ও আসন খোঁজা
পরীক্ষাকেন্দ্র প্রবেশপত্রেই দেয়া থাকে এবং আসনবিন্যাস, কক্ষ নম্বর আগেই জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়গুলো। প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্র ভালোভাবে লক্ষ্য করতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র ঠিকভাবে লক্ষ্য না করার কারণে পরীক্ষার সময় ভুল কেন্দ্রে যেয়ে উপস্থিত হয়। সম্ভব হলে আগেরদিন যেয়ে পরিক্ষাকেন্দ্র ও আসন-বিন্যাস দেখে আসা উত্তম।
প্রশ্ন ও উত্তরপত্র পাওয়ার পর করণীয়
উত্তরপত্র পাওয়ার পরে সাবধানতার সাথে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে, যেন ভুল না হয়। এবং প্রশ্নপত্র ভালোভাবে পড়ে এবং বুঝে তারপর উত্তর দিতে হবে। প্রশ্নপত্র পাওয়ার তা এক থেকে দুইবার পড়া উচিত। যে প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো জানা আছে, সেগুলো আগে উত্তর দেয়া উতিচ। কঠিন প্রশ্ন নিয়ে বেশি সময় নষ্ট করা যাবেনা।
আরও পড়ুন : শিক্ষকদের বাড়ি ভাড়া, বিএড নিয়ে কাজ করছি: মাউশি ডিজি
সম্পূর্ণ প্রশ্নপত্র একবার চোখ বুলিয়ে নিতে হবে। প্রশ্ন বা উত্তরপত্রে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি কেন্দ্রের দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে। আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবেনা। কেননা নেগেটিভ নম্বরের জন্য মোট নম্বর থেকে কমে যেতে পারে।
মাথায় রাখতে হবে, ভর্তি পরীক্ষায় ১ নম্বরের জন্যও ভর্তির সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরীক্ষা শেষে বাসায় এসে উত্তর মেলানোর কোনো প্রয়োজনীয়তা নেই। সেটিতে সময় নষ্ট না করে, পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।