ঢাবির ‘গ’ ইউনিটের ব্যবসায় নীতি অংশের সমাধান

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

১। যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তখন তাকে
বলা হয়?

উত্তর: ঐচ্ছিক অংশীদারি কারবার

২। হেনরি ফেওল (Henri Fayol) ছিলেন? উত্তর: একজন ব্যবস্থাপক 

৩। নিয়ন্ত্রণের ভিত্তি কী? উত্তর: পরিকল্পনা

৪। কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে?

উত্তর: ঋণদাতা

৫। ‘প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন।'-- এটি ব্যবস্থাপনার কোন নীতি?

উত্তর: আদেশের ঐক্য

আরও পড়ুন: ঢাবির ‘গ’ ইউনিটের ফিন্যান্স এন্ড ব্যাংকিং অংশের সমাধান

৬। কোনটি পরিমেলবন্ধের ধারা নয়?

উত্তর: পরিচালক নিয়োগ

৭। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি?

উত্তর: বিধিবদ্ধ

৮। নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়?

উত্তর: আনুপাতিক হারে মুনাফা বন্টন

৯। ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য-

উত্তর: ব্ল্যাঙ্ক

১০। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: বিল অব ল্যাডিং

১১। ব্যবসায় কোন ধরনের সংগঠন?

উত্তর: সামাজিক

১২। মাস্‌লোর চাহিদা তত্ত্ব অনুযায়ী'পেনশন' নিচের কোন ধরনের চাহিদা?

উত্তর: নিরাপত্তা


সর্বশেষ সংবাদ