মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থ অংশের সমাধান

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার পর মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থ অংশের প্রশ্নের সমাধান তুলে ধরা হলো—

১)অক্সিজেনের গড় বর্গমূল বৰ্গবেগ কত? 461m/s

২)কোন নিত্যতার সূত্র রকেটের কার্যনীতির ভিত্তি?--রৈখিক ভরবেগ

৩) সরল দোলকের সময়কাল দ্বিগুন করতে হলে এর দৈর্ঘ-৪গুন বাড়াতে হবে

৪)ডায়োড বিমূখী বায়াস হলে নিঃশেষিত স্তর- বৃদ্ধি পায়

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধান

৫)১০ কেজি ভরের বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়গে ত্বরণ হবে- ১০m-s^2

৬)সালাম ওয়াইনবার্গ কোন দুটি বল একিভূত করছেন-তাড়িতচৌম্বক ও দূর্বল নিউক্লিয় বল

৭)কোন রঙ এর আলোক তরঙ্গদৈর্ঘ সবচেয়ে কম-বেগুনী

৮)তাপগতিবিদ্যার কোন সূত্র এর উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরী করা হয়?-শূন্যতম

৯)আলোর অপবর্তন কোনটির জন্য ঘটে?- ব্যাতিচার

১০)1 KWh=?- 3.6x10^6 J

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের সমাধান

১১)কোনটি যান্ত্রিক ত্রুটি নয় কোনটি?- সূচক ত্রুটি

১২)কোনটি SI একক নয়?- লিটার

১৩) জড়তার ভ্রামক নির্ভর করে কোনটির ওপর?- ভর ও ঘূর্ণন অক্ষের ওপর

১৪)CGS এ পরিবাহীতার একক কোনটি?--Blank

১৫)অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?-461m/s

১৬)নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?- পোটেনশিওমিটার

১৭)একটি ২২০ ভোল্ট ও ৪০ ওয়াট বাল্বে তড়িৎ প্রবাহ কত?-0.2 A

১৮)একটি ধাতব পৃষ্ঠে UV রশ্মি পড়লে কোনটি নির্গত হয়? ইলেকট্রন

১৯)দূর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী-বিটা ক্ষয়

২০)বল ও সরণের মধ্যবর্তী কোন 0° হলে কাজ কত?-সর্বোচ্চ


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence