বশেমুরবিপ্রবিতে ১৩৮৮ আসনের মধ্যে ফাঁকা ১০২৮টি

১৮ জানুয়ারি ২০২২, ০৮:৪১ AM
বশেমুরবিপ্রবি ভর্তি

বশেমুরবিপ্রবি ভর্তি © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। গতকাল সোমবার এই কার্যক্রম শেষে দেখা যায়, মোট ১ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয় যাদের মধ্য থেকে ভর্তি হয়েছেন মাত্র ৩৬০ জন। অর্থাৎ আরও আসন ফাঁকা রয়েছে ১ হাজার ২৮টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা এবং মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা আগামী ১৯ জানুয়ারি প্রকাশিত হবে। পরবর্তীতে আগামী ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এনং আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে আবারও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে।

এছাড়া, মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, প্রতিবন্ধি ও উপজাতি কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ২৬ জানুয়ারি সকল কোটাধারীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬