গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ছে না

০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম অনেক শিক্ষার্থী আবেদন করবে। তবে এখন পর্যন্ত খুব অল্প ছাত্রছাত্রী চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এখন আমরা দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেব। 

দ্বিতীয় ধাপে কতদিন সময় বাড়ানো হবে; জানতে চাইলে শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, এটি আমার একার পক্ষে বলা সম্ভব হবে না। ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকাল এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত বুধবার (১ সেপ্টেম্বর) থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায়  চূড়ান্ত আবেদন শুরু হয়। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকেন তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীর ছবি বর্গাকার, হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ড ও ছবির সাইজ ১০০ কিলোবাইটের নির্ধারিত ফরম্যাটে থাকতে হবে।

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬