বাদ পড়া ভর্তিচ্ছুদের আশ্বাস দিলেন গুচ্ছ কমিটির আহবায়ক

২৮ আগস্ট ২০২১, ০৮:০৬ PM
ছবিতে অধ্যাপক ফরিদ উদ্দি আহমেদ ও ভর্তিচ্ছু শিক্ষার্থী

ছবিতে অধ্যাপক ফরিদ উদ্দি আহমেদ ও ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন নিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হতাশ হওয়ার কারণ নেই। চূড়ান্ত আবেদনের পর প্রাথমিক সিলেকশনে বাদ পড়া শিক্ষার্থীরা আবারও আবেদনের সুযোগ পাবেন।

শনিবার (২৮ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলাপকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, শিক্ষার্থীরা না জেনে, না বুঝে ফেসবুকে নানা ধরনের মন্তব্য করছে। আমরা বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার কথা বলেছি। তবে এত সংখ্যক শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার জন্য আবেদনই করবে না।

শাবিপ্রবি উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থী এবং অভিভাকদের কষ্ট লাঘবের জন্য ২০টি বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এর ফলে শিক্ষার্থীরা তাদের বাড়ির কাছে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তাদের টাকা বাঁচবে। হয়রানি হতে হবে না। শিক্ষার্থীরা মাত্র ১২০০ টাকা দিয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছে।

অধ্যাপক ফরিদ আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুবিধার জন্যই নেয়া হয়েছে। আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব ছিলাম, আছি এবং থাকব। ভর্তিচ্ছুদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চিন্তার কোন কারণে নেই। আমরা বিজ্ঞানের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেব।

প্রসঙ্গত, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী। মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে বলে জানানো হয়।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬