গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি, এক ভর্তিচ্ছু বহিষ্কার

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১  © টিডিসি ফটো

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে (অ্যাকাডেমিক ভবন-১) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা যায়, ঐ পরীক্ষার্থী তার এডমিট কার্ডের অপর পৃষ্ঠায় কালি ছাড়া কলমের নিব দিয়ে চাপ দিয়ে লেখে এনেছিলো। যাতে কলমের কালি বুঝা না গেলেও কী লেখা আছে তা স্পষ্ট বুঝা যাচ্ছে। সেখানে বিভিন্ন সাল, তারিখ ও অন্যান্য লেখা পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পরিদর্শকগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, আমরা জিএসটি ভর্তি পরীক্ষার নির্দেশনা মোতাবেক যেকোনো প্রকার জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছি। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে হাবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, আজকের বি ইউনিটে ৪ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪৮৯ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৯৪.৭২ শতাংশ।


সর্বশেষ সংবাদ