গুচ্ছের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নেবেন ১৫ হাজার ১০২ ভর্তিচ্ছু

২৩ এপ্রিল ২০২৪, ০৯:২১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষায় অংশ নেবেন ১৫ হাজার ১০২ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়টির মোট ছয়টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে। 

জানা যায়, কেন্দ্রটিতে ‘ক’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন, ‘খ’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন ও ‘গ’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন। এ বছর সারাদেশে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন।

ইবির হলগুলো হলো- পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন ও মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ১০ দিন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক, আইআইইআর ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ‘এ’ ইউনিটের জন্য ২৪-২৭ এপ্রিল, ‘বি’ ইউনিটের জন্য ১-৩ মে, এবং ‘সি’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৯-১১ মে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শুধু ২৪ মে পূর্বঘোষিত পরীক্ষাগুলো চলবে। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, এবছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে বিজ্ঞান শাখাভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ এপ্রিল, মানবিক শাখাভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ৩ মে এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

 
শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে শুরু এনসিপির নির্বাচনি পদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬