ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি সভায় রাবি, চূড়ান্ত হতে পারে দিনক্ষণ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ২০২৩-২৪ সেশনে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি চূড়ান্ত হতে পারে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিস্তারিত জানা যাবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের অপেক্ষায় ছিল রাবি। আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে অবগত হয়ে নিজেদের মতো করে উদ্যোগী হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে আজ দুপুর ১২টায় আমরা একটা মিটিং ডেকেছি। সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আলোচনা সাপেক্ষে হয়তো আজকেই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা মার্চে হতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।