এমআইএসটিতে প্রথম হওয়া সুবাহ আইইউটিতে হলেন ষষ্ঠ

আইইউটি ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন সুবাহ বিনতে মাসুম
আইইউটি ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন সুবাহ বিনতে মাসুম  © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সুবাহ বিনতে মাসুম।

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আর্কিটেকচার অনুষদের অধীনে সাধারণ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছিলেন সুবাহ। তিনি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী।

গত ১২ মার্চ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ১৩৯তম স্থানে ছিলেন সুবাহ বিনতে মাসুম।

সুবাহ ২০১৪ সালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান।২০২০ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ওই প্রতিষ্ঠান থেকেই ২০২২ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান তিনি।

এছাড়া সুবাহ শিক্ষাজীবনে বৃত্তিসহ বিভিন্ন মেধা নির্বাচনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। সুবাহার বাবা মো. মাসুম পেশায় একজন চিকিৎসক। মা গৃহিণী। বাবা-মায়ের একমাত্র সন্তান সুবাহ।


সর্বশেষ সংবাদ