গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় এগোচ্ছে ইবি

২৮ মার্চ ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য আগামী ৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য উপাচার্যকে চিঠি দেবে শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এখনো বহাল আছে। উপাচার্যকে ৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করে কার্যক্রম শুরু করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। আমরা আগামীকাল বুধবার এ চিঠি দেব।

এর আগে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম মিটিংয়ে গৃহিত হওয়া সিদ্ধান্তের বিষয়টি ইউজিসি বরাবর উত্থাপন করেন। পরে ইউজিসি উপাচার্যকে পুনরায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার অনুরোধ জানায়।

পরে ইউজিসির অনুরোধ রাখতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মতি জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর উপাচার্য ক্যাম্পাসে ফিরে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময়কালে ইউজিসির অনুরোধ ও গুচ্ছে থাকার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: গুচ্ছের বিষয়ে জবির চূড়ান্ত সিদ্ধান্ত ২৯ মার্চ, আগের অবস্থানে অনড় ইবি

এর প্রেক্ষিতে ২৮ মার্চ পুনরায় শিক্ষক সমিতি মিটিংয়ের আহ্বান করে এবং মিটিংয়ে গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া মিটিংয়ে শিক্ষক সমিতি আগামী ৪ এপ্রিলের মধ্যে ভিসিকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার অনুরোধ জানান।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, যেহেতু একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে; সেহেতু এ সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপাচার্য পরীক্ষা নিতে পারেন না। তাছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মহান সংসদ ভবন থেকে আইনের মাধ্যমে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অনুরোধ করবো, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সম্মান জানানো হোক। যেহেতু একাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে; সেহেতু এটার প্রতি কর্তৃপক্ষের অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত।

গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, ১২ ফেব্রুয়ারি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬