গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা কবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৩, ১২:৩৭ PM
২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সভা ডাকেনি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। তবে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে চান সংশ্লিষ্টরা। বিষয়টি চূড়ান্ত করতে একাধিক সভা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে আজ সোমবার (৬ মার্চ) গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। তবে এখনো সভা ডাকা হয়নি। তবে যতটুকু জেনেছি, খুব দ্রুত সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ বিষয়ে আপত্তি জানানোয় জটিলতা তৈরি হয়েছে। তারা এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকতে চান না। এ বিষয়ে কথা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,চলতি মার্চের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জুলাইয়ে ক্লাস শুরু করতে চায় গুচ্ছ কমিটি। শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে এমন আগ্রহের কথা জানান একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।