সরকারি মেডিকেল কলেজের কোনটিতে কত আসন

  © টিডিসি ফটো

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রতাশিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসনের জন্য লড়বেন শিক্ষার্থীরা। এই আসনগুলোর মধ্যে কোটায় আবেদনকারীরা পাবেন ১২০টি। আসুন, জেনে নিন কোন মেডিকেলে কতটি আসন—

ঢাকা মেডিকেল কলেজে ২৩০টি আসন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আসন রয়েছে ২৩০টি। কর্নেল মালেক মেডিকেল কলেজে আসন রয়েছে ৭৫টি। কক্সবাজার মেডিকেল কলেজে আসন রয়েছে ৭০টি। কুমিল্লা মেডিকেল কলেজে ১৮০টি। যশোর মেডিকেল কলেজে ৭০টি, খুলনা মেডিকেল কলেজে ১৮০টি, কুষ্টিয়া মেডিকেল কলেজে ৬৫টি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১৮০টি আসন রয়েছে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে আসন রয়েছে ৭০টি। সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আসন রয়েছে ৫০টি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আসন রয়েছে ১৮০টি। 

চাঁদপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ৫০টি। এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আসন রয়েছে ২৩০টি, মাগুরা মেডিকেল কলেজে ৫০টি, মুগদা মেডিকেল কলেজে ৭৫টি, ময়মনসিংহ মেডিকেল কলেজে ২৩০টি, নওগাঁ মেডিকেল কলেজে ৫০টি, নেত্রকোনা মেডিকেল কলেজে ৫০টি, নীলফামারী মেডিকেল কলেজে ৫০টি, পাবনা মেডিকেল কলেজে ৭০টি, পটুয়াখালী মেডিকেল কলেজে ৫১টি, রাজশাহী মেডিকেল কলেজে ২৩০টি, রাঙামাটি মেডিকেল কলেজে ৫১টি। 

রংপুর মেডিকেল কলেজে ২৩০টি, সাতক্ষীরা মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২০০টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ৭২টি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮০টি, শেরে-ই-বাংলা মেডিকেলে কলেজে ২৩০টি আসন রয়েছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জে ৫১টি আসন, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরে ৬৫টি, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলে ৬৫টি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬৫টি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২৩০টি আসন রয়েছে। 

এসব আসনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ৮৭টি এবং উপজাতি কোটায় আবেদনকারীরা পাবেন ৩৩টি আসন।


সর্বশেষ সংবাদ