নটর ডেম কলেজ: এবার জিপিএ-৫ পেল ২৪৫৪ জন

১৬ অক্টোবর ২০২৫, ১১:৩০ AM
নটর ডেম কলেজ ঢাকা

নটর ডেম কলেজ ঢাকা © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার সর্বচ্চো। এবারের পাশের হার ৭৫.৬১। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নটর ডেম কলেজ ঢাকা এবারও ভালো রেজাল্ট করেছে। তাদের পাসের হার ৯৯.২৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বোর্ড তথ্য থেকে জানা গেছে, এ বছর নটর ডেম থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৩২৫১। আর পাস করেছেন ৩২২৬ জন। আর ফেল করেছেন ২৫ জন। মোট পাসের হার ৯৯.২৩ শতাংশ। যা ২০২৪ সালে নটর ডেম কলেজে পাসের হার ছিল ৯৯.৯৪ এবং ২৬১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ওই বছর সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছিল ৩ হাজার ২৬৯জন; যার মধ্যে ফেল করে ২ জন শিক্ষার্থী।

এছাড়াও কলেজটির ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৭৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪১ জন এবং অনুত্তীর্ণ ২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭৮ জন। মানবিক শাখায় মোট ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮৫ জন এবং অনুত্তীর্ণ ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। বিজ্ঞান শাখায় মোট ২,১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,১০০ জন এবং অনুত্তীর্ণ ১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১,৯৬৮ জন শিক্ষার্থী।

এর আগে, সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9