ভিকারুননিসায় পাস ৯৭ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ পেলেন কতজন?

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার সর্বচ্চো। এবারের পাশের হার ৭৫.৬১।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারও ভালো রেজাল্ট করেছে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। চলতি বছর এই কলেজে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ পেয়েছে ৯৮৬ জন শিক্ষার্থী।

জানা গেছে, এ বছর ভিকারুননিসা থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২৫১৪ জন, সব পরীক্ষা দিয়েছেন ২৪৯৫ জন। আর পাস করেছেন ২৪৯৫ জন।

এর আগে, সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ