এইচএসসি বিদেশ কেন্দ্রে পাসের হার কত?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

সারা দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার বিদেশ কেন্দ্র থেকে মোট ২৯১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৭৯ জন এবং অনত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এবার মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২টি, বহিষ্কৃত পরীক্ষার্থী শূণ্য। 

দেশে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন, উত্তীর্ণ ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, জিপিএ-৫ ৩২ হাজার ৫৩ জন, ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। উত্তীর্ণ ৩  লাখ ৯৩ হাজার ৯৬ জন, জিপিএ-৫ ৬৯ হাজার ৯৭ জন, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭  শতাংশ।

মোট ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসিতে পরীক্ষায় অংশ গ্রহণ করে। এবার ২০২টি প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে অংশ নিয়ে একজনও পাশ করেনি। গত বছর কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৬৫টি। এছাড়া শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৩৪৫টি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৩৮টি।

আরও পড়ুন: এইচএসসির ফল দেখুন এক ক্লিকে

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ছেলে পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ১০০ জন এবং ছাত্রী ১ লাখ ৩৪ হাজার ৫৯ জন। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৯৯ হাজার ২৯৬ জন এবং ছাত্রীয় সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৭ জন। ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৫১ শতাংশ এবং ছাত্রী ৭৯ দশমিক ৮৭ শতাংশ। বিভাগটি থেকে এবার সবচেয়ে বেশি পাস করেছে। 

সবচেয়ে ফেল করেছে মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীরা। বিভাগটি থেকে ৬ লাখ ৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, ছেলে পরীক্ষার্থী ২ লাখ ৬২ হাজার ৫৮২ জন এবং ছাত্রী ৩ লাখ ৪৩ হাজার ৭০০ জন। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৬৩ জন এবং ছাত্রীয় সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন। ছাত্র পাসের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রী ৫৪ দশমিক ১০ শতাংশ।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ লাখ ৭৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, ছেলে পরীক্ষার্থী ৯৮ হাজার ৪০৫ জন এবং ছাত্রী ৮০ হাজার ৩৯৬ জন। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৪০৭ জন এবং ছাত্রীয় সংখ্যা ৪৯ হাজার ৯৬৪ জন। ছাত্র পাসের হার ৫০ দশমিক ২২ শতাংশ এবং ছাত্রী ৬২ দশমিক ১৫ শতাংশ।

শিক্ষার্থীরা সকালেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে অনলাইনে। এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার  দশমিক  শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল  দশমিক  শতাংশ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব পরীক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দেয়।


সর্বশেষ সংবাদ