কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:২৫ PM
কুমিল্লা শিক্ষাবোর্ডে গত ১০ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র, ব্যবসায় শিক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্র ও মানবিক বিভাগের যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা।
রবিবার (২০জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো: শামছুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, প্রাকৃতিক দূর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলােই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ওইদিনের স্থগিত পরীক্ষাগুলো হলো পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র।
এর আগে বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।