এসএসসি ও সমমান পরীক্ষা

মেয়েদের জয়জয়কার, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে

১০ জুলাই ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের জয়জয়কার

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের জয়জয়কার © টিডিসি ফটো

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আবারও ছেলেদের পেছনে ফেলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মেয়েরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের জয়জয়কার। এই অর্জন শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়, শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্তও।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটিই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২। এর মধ্যে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা ছিল ৭ লাখ ৭৯ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৭৭ জন। মেয়েদের মধ্যে পাসের হার ৭০. ৬৭ শতাংশ। অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন; যেখানে পাস করেছেন ৪ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাসের হার ৬৫. ১১ শতাংশ। 

এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাস করেছেন এবং ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ২৯১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৬৫৭ জন। 

গত কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে। এই ধারাবাহিকতা শিক্ষার সর্বস্তরে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সাফল্যের প্রতিচ্ছবি। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সহযোগিতা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলেই মেয়েরা শিক্ষায় এমন ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পারছে। এই ধারা দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬