এইচএসসি: আইসিটিতে ভালো করতে মূল বই ও ২০২৩ সালের বোর্ড প্রশ্নে জোর দিন

০১ জুন ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৫:৪৪ PM
মোহাম্মদ শহীদুর রহমান

মোহাম্মদ শহীদুর রহমান © টিডিসি সম্পাদিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ভালো রেজাল্ট করাটা কঠিন কিছু নয়। এ জন্য দরকার শুধু সঠিক পরিকল্পনা, কিছু শর্টকার্ট টেকনিক, আর মূল বইয়ের প্রতি আন্তরিকতা।  

প্রথমেই বলে রাখা ভালো, আইসিটিতে এমসিকিউ ২৫ নম্বরের মধ্যে কমপক্ষে ২০ পেতে হবে। এ জন্য দরকার মূল বই ভালোভাবে পড়া এবং ২০২৩ সালের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন ও সমাধান অনুশীলন করা।

লিখিত অংশে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হয় মাত্র ৫টির। এক্ষেত্রে গাণিতিক অংশ (যেমন সংখ্যা পদ্ধতির রূপান্তর বা যুক্তি বর্তনী সার্কিট) না করলেও চিন্তার কিছু নেই। প্রথম অধ্যায় থেকে ১টি, দ্বিতীয় অধ্যায় থেকে ২টি, তৃতীয় অধ্যায় থেকে ১টি এবং চতুর্থ অধ্যায় থেকে ১টিসহ মোট ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই এ+ নিশ্চিত। 

প্রশ্ন বিশ্লেষণ: 

* প্রথম অধ্যায় থেকে থাকবে ১টি সৃজনশীল প্রশ্ন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি (VR), বায়োমেট্রিক্স, ন্যানোটেকনোলজি ও ক্রায়োসার্জারি। এই ছয়টি টপিক মনোযোগ দিয়ে পড়লেই কমন ১০০%।

* দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে ২টি প্রশ্ন। তার মধ্যে —
• একটি ডেটা কমিউনিকেশন, মোড, মেথড, তার, বেতার ও মোবাইল প্রজন্ম থেকে,
• অন্যটি আসবে কম্পিউটার নেটওয়ার্কিং, টপোলজি ও ক্লাউড কম্পিউটিং থেকে।

* তৃতীয় অধ্যায় থেকে থাকবে ২টি প্রশ্ন। 
• একটি সংখ্যা পদ্ধতি থেকে: রূপান্তর ও পরিপূরক যোগ
•  অন্যটি ডিজিটাল ডিভাইস থেকে: সত্যক সারণি, বাস্তবায়ন, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার ও ডিকোডার সার্কিট

* চতুর্থ অধ্যায় থেকে ১টি প্রশ্ন থাকবে। এখানে থেকে কমন আসবেই। 

• HTML-এর ফরমেটিং ট্যাগ, ইমেজ, হাইপারলিংক, অর্ডার লিস্ট, আন-অর্ডার লিস্ট, টেবিল ইত্যাদি। সহজ অংশ, সহজ নম্বর।

* পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রাম সংক্রান্ত ২টি প্রশ্ন থাকবে। —

 • প্রোগ্রাম, অনুবাদক, চলক, ধ্রুবক, অ্যালগরিদম, ফ্লোচার্ট

•  সেলসিয়াস-ফারেনহাইট রূপান্তর, if-else, loop দিয়ে সিরিজ যোগ, লিপইয়ার নির্ধারণ

* বিশেষ টিপস:
মূল বই পড়ো, বোর্ড প্রশ্ন চর্চা করো, আত্মবিশ্বাস রাখো—সফলতা তোমার সঙ্গী হবেই। এইচএসসি আইসিটির প্রশ্ন কখনোই সিলেবাসের বাইরে থেকে হয় না। বারবার একই ধরনের প্রশ্ন ঘুরেফিরে আসে। তাই প্যারা নেওয়ার কিছু নেই। নিয়মিত পড়াশোনা করলেই এ+ পাওয়া সম্ভব। 

লেখক:
মোহাম্মদ শহীদুর রহমান,
সহকারী অধ্যাপক,
সরিষাবাড়ি সরকারি পাইলট গার্লস স্কুল ও কলেজ। 

আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬