এসএসসি পরীক্ষায় ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’কে নিয়ে প্রশ্ন

১১ এপ্রিল ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৩ AM
এসএসসি পরীক্ষার প্রশ্ন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো

এসএসসি পরীক্ষার প্রশ্ন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো © টিডিসি সম্পাদিত

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে স্থান পেয়েছে ইসলামী সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের জন্য আলোচিত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাটির একটি প্রশ্নে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ উঠে এসেছে। প্রশ্নে উল্লেখ করা হয়, ওই সময় আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাঠানো ত্রাণসামগ্রী স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে দুর্গত মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়।

এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিন ঢাকায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী। বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৩ লাখ ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীর। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ জন। পরীক্ষার দিন দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, ২০২৪ সালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, ফেনী ও কুমিল্লার কিছু অংশে দেখা দেয় ভয়াবহ বন্যা। এতে বিপর্যস্ত হয়ে পড়ে হাজার হাজার পরিবার। সেই সময়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে ২০ হাজার পরিবারকে শুকনা খাবার দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয় আরও ৭০ হাজার পরিবারের কাছে। পানি নেমে যাওয়ার পর নতুন করে আরও ৭০ হাজার পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

ত্রাণ সহায়তা ছিল শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঘরবাড়ি হারানো পাঁচ হাজার পরিবারকে চার বান্ডেল করে টিন এবং নগদ অর্থ দেওয়ার প্রস্তুতিও রয়েছে। বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার, বিশেষ করে যারা উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে, তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতেও কাজ করছে ফাউন্ডেশনটি। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে যারা সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সংস্থাটির ভাষ্যমতে, এ পর্যন্ত পরিচালিত ও পরিকল্পিত ত্রাণ কার্যক্রমের আর্থিক পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশে-বিদেশে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ধর্মীয় ও মানবিক কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছে। সাধারণ মানুষের ক্ষুদ্র সঞ্চয় থেকে শুরু করে করপোরেট প্রতিষ্ঠানের বড় পরিসরের সহযোগিতায় পরিচালিত হচ্ছে ফাউন্ডেশনটির কার্যক্রম। মানবিকতা, দীনী শিক্ষা ও সমাজসেবার সমন্বিত প্রচেষ্টাই এনে দিয়েছে গণমানুষের ভালোবাসা।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9