তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে?

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ  © সংগৃহীত

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এ জনপ্রিয় নির্মাতা। শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকালে নির্মাতা অমিতাভ রেজা এবং মুশফিকা মাসুদ বিয়ের পিড়িতে বসেন। এটি নির্মাতার তৃতীয় বিয়ে। তার স্ত্রী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় উত্থানের পর ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক, কে এই মৈথিলী ঠাকুর?

শুক্রবার বাংলাদেশ সময় রাতে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই নির্মাতা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অন্ধকারের সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’

এর আগেও দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছিলেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা , কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।’
 
প্রসঙ্গত, বিবাহিত জীবনের শুরুতে নির্মাতা অমিতাভ অভিনেত্রী নওরীন হাসান খান জেনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর দ্বিতীয়বার বিয়ে করেন মিম রশিদকে। দুটি বিবাহ বিচ্ছেদের পর এবার তৃতীয়বার বিয়ের সম্পর্কে জড়ালেন তিনি।


সর্বশেষ সংবাদ