নিষেধাজ্ঞা উঠে গেল, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:০০ PM

পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত। সেই পদক্ষেপের মধ্যে ছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ও সে দেশের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা। ভারতের অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে। তাহলে কি দেশটিতে নিষেধাজ্ঞা উঠে গেল ? যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির। পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার। শুধু তাই নয়, একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যালেনের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল। কিন্তু সেগুলো আবার দেখা যাচ্ছে।
পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা থাকলেও, অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে তাঁদের প্রিয় তারকাদের প্রোফাইল দেখতে থেকেছেন। এই তারকাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি তিনি বলিউড অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে অভিনীত ‘সর্দারজি-৩’ সিনেমার মাধ্যমে আলোচনায় উঠে আসেন এবং ভারতেও বেশ পরিচিতি পান।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর পরই ভারত চালায় অপারেশন সিঁদুর। পাল্টা জবাব দিতে প্রস্তুতি নেয় পাকিস্তানও। তবে বড় ধরনের সংঘাতে না গিয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথেই হাঁটে দুই দেশ।