চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাচ্ছেন জবির ৩ শিক্ষার্থী
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৬ PM
ছাত্রজীবনেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন তরুণ চলচ্চিত্রপ্রেমী। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তারা।
এ বছর ঘোষিত ২০টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জবির শিক্ষার্থীদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘একটি সিনেমার জন্য’ ও ‘Who has made us fly?’ প্রতিটি চলচ্চিত্র পাবে ২০ লাখ টাকা করে সরকারি অনুদান।
‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে আছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে আছেন একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ।
অন্যদিকে, ‘Who has made us fly?’ চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।
আরও পড়ুন: মন্ত্রণালয়ের আশ্বাসে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলির আন্দোলন স্থগিত
অনুদান পাওয়ার অনুভূতি জানিয়ে সাদমান শাহরিয়ার বলেন, ‘এটা আমাদের জন্য শুধু একটি সম্মান নয়, একটি শক্তিশালী প্রেরণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রথমবারের মতো সরকারি অনুদান পাচ্ছি, এটা গর্বের বিষয়। একজন শিক্ষার্থী হিসেবে নিজের চলচ্চিত্র নির্মাণের ব্যয় বহন করা কঠিন, এই অনুদান আমাদের স্বপ্নের পথে বাস্তবতার সেতুবন্ধন গড়ে দেবে।’
তিনি আরও আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় ও সরকার ভবিষ্যতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও সহযোগিতামূলক উদ্যোগ নেবে, যাতে তারা সাহস ও সক্ষমতা নিয়ে এগিয়ে যেতে পারে।