পুতুল নাচ দেখাতে কোরিয়া যাচ্ছেন কিশোরগঞ্জের রিফাত
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৩৫ AM

রিফাত ইসলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মূকাভিনয় শিল্পী। তার ব্যতিক্রমী মনোমুগ্ধকর পরিবেশনায় উঠে আসে সমাজের নানা অসংগতি। এবার তিনি নিজ দেশের সংস্কৃতির প্রচার ও প্রসারে পাড়ি জমাবেন দক্ষিণ কোরিয়ায়। আগামী ১৩ থেকে ১৯ জুন কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিল্প উৎসব ‘সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল ২০২৫’-এ অংশ নিতে যাচ্ছেন রিফাত।
এ বিষয়ে রিফাত ইসলাম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছি। এর আগে গিয়েছিলাম ভারতের ত্রিপুরায়। এবার ডাক পড়েছে দক্ষিণ কোরিয়ায়। কোরিয়ার মাটিতে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাব, এটা আমার কাছে সত্যিই আনন্দের। উৎসবে আমার তিনটি পরিবেশনা করার কথা রয়েছে। সব ঠিক থাকলে ক্রাইসিস অব ইমোশন, টু ইন ওয়ান ও বাঙালির ঐহিত্য পুতুল নাচ মঞ্চায়ন করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
কোরিয়া সরকারের অর্থায়নে এ আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, ইতালি, কাজাখস্তান, এস্তোনিয়া, আফ্রিকা, ভারত, কোরিয়া ও বাংলাদেশের শিল্পীরা।
রিফাত ইসলাম জলছবি মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি দীর্ঘদিন মূকাভিনয় নিয়ে দেশে কাজ করে যাচ্ছেন।