গাড়ি বিক্রি করে করোনা আক্রান্তদের অক্সিজেন জোগালেন দুই যুবক

২৫ জুন ২০২০, ০২:০২ PM

© সংগৃহীত

নিজের চোখের সামনে অক্সিজেনের অভাবে ছয় মাসের অন্তঃসত্ত্বা বোনটাকে ছটফট করতে করতে মরে যেতে দেখেছিলেন আব্বাস রিজভি। সেই থেকেই মাথায় ভাবনাটা চলে আসে। সঙ্গী ৩১ বছরের বন্ধু শাহনওয়াজ হুসেন। পুঁজি স্বল্প। এবার দুস্থদের অক্সিজেনের জোগান দিতে এগিয়ে এলেন মুম্বইয়ের দুই তরুণ।

শাহনওয়াজ নিজেদের গাড়ি বিক্রি করে দিয়ে তারা অর্থ জোগাড় করেছেন এই মহৎ কাজের জন্য। শ্বাসকষ্টে ভুগতে থাকা করোনা রোগীদের জন্য এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়চ্ছেন তাঁরা।

তাদের দুই বন্ধু বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই করছেন যাদের অর্থ সম্বল নেই। আব্বাসের এক আত্মীয়া গর্ভবতী অবস্থায় করোনায় মারা গিয়েছেন, অক্সিজেনের অভাবে। তার পর থেকেই এই দুই বন্ধু শপথ নেন, যে বিনা অক্সিজেনে কেউ যেন মারা না যায়, সেটার চেষ্টা করবেন। ক্রমশই ছড়িয়ে পড়েছে এই দুই বন্ধুর কীর্তি। সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসছেন অন্যরাও।

শাহনওয়াজ বলেন, ‘শহরের হাসপাতালে ভিড় উপচে পড়ছে। শয্যা আর অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সব কিছু দেখে এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে দিন হোক বা রাত, ধনী বা দরিদ্র, হিন্দু-মুসলমান যে-ই হোক না কেন, ডাক পড়লেই অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি, ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে অক্সিজেন ট্যাঙ্ক মিলবে ওঁদের কাছেই। এভাবে যত দিন পারে বিনামূল্যে অক্সিজেন বিলি চালিয়ে যেতে চান দুই বন্ধু। শুধু চান, আব্বাসের বোনের মতো আর কেউ যেন অক্সিজেনের অভাবে না-মরে।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬