তারুণ্যের আলোর যাত্রা শুরু

১০ জুন ২০২০, ০৭:৩৫ PM

© টিডিসি ফটো

‘তারুণ্যের আলোয় আলোকিত হোক সমাজ’ এবং ‘আমরা কোন স্বপ্নকে ঝরে যেতে দিবো না’— এ দুই প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সমাজসেবামূলক সংগঠন ‘তারুণ্যের আলো’। মঙ্গলবার (৯ জুন) নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসবাদ ইউনিয়নে প্রগতিশীল একদল তরুণদের নিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির আগামী দিনের কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়ন, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সহয়তা ও সহজে রক্তদান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আগামী তিন মাসের জন্য নব গঠিত এই কমিটির অনুমোদন দেয়া হয়৷ কমিটি যারা রয়েছেন— সভাপতি এস,এম মহিদুর রহমান, সহ-সভাপতি মোঃ মান্নান শেখ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী মোল্ল্যা, যুগ্ন সাধারণ সম্পাদক রাব্বি মল্লিক, সাংগঠনিক সম্পাদক মুছা মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়েজ মল্লিক, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল কাজী, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রিফাতুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশিক মল্লিক, জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান মানিক, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রাতুল গাজী এবং কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান ও মোঃ সৌরভ মল্লিক। তাছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ শাফায়েত, শোয়াইব গাজী, মোঃ আলী আহমেদ ও মোঃ রামিম মোল্ল্যা।

এ ব্যাপারে সংগঠনের প্রধান উপদেষ্টা মল্লিক মাজহারুল ইসলাম বলেন, তারুণ্যের আলো একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সহযোগিতা করা। অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ানো। শিক্ষার্থীদের সংকটে পাশে দাঁড়ানো। বিনামূল্যে এবং সহজে যাতে মানুষ রক্ত পান সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীরা জন্য এই সংগঠনে যোগ দিতে পারবেন৷ একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে সাধারণ মানুষের পাশে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে৷ আসুন, আমরা অভিমানের জলাশয়কে মুক্তি দিয়ে জনসাধারণের পাশে দাঁড়াই৷

নব গঠিত কমিটির সভাপতি এস এম মহিদুর রহমান জানান, আমরা সকলে মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। ‘তারুণ্যের আলোয় আলোকিত হোক এই সমাজ’ এই স্লোগান নিয়ে তারুণ্যের আলো সেচ্ছাসেবীরা সামনের দিক অগ্রসার হবে। 

সাধারণ সম্পাদক মোঃ মেহেদী মোল্ল্যা বলেন, তরুণরা সমাজকে নতুনভাবে গড়তে পারে। একটা সমাজকে পরিচ্ছন্ন, শিক্ষিত, ক্ষুধামুক্ত, বিভেদ ও কোন্দল মুক্ত করতে। আমি আমার অর্পিত দায়িত্বে এই সমাজকে সুসংগঠিত ভাবে গড়তে বদ্ধপরিকর। যে কোন প্রয়োজনে আমার ঘাম, রক্ত, অশ্রু দিয়ে তাদের পাশে থাকব।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬