স্টামবলিং ব্লকস ইন ক্যারিয়ার শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

© টিডিসি ফটো

চাকরি জীবনের নানাবিধ সমস্যা ও তার সমাধান নিয়ে "স্টামবলিং ব্লকস ইন ক্যারিয়ার: ইনার টার্ন টু বি বেস্ট" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মে) দুপুরে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে অনলাইন মিটিং প্লাটফর্ম "জুম" এটি অনুষ্ঠিত হয়। এতে সেশন স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন স্যামসং আর এন ডি ইনস্টিটিউট বাংলাদেশ এর এইচ আর প্রফেশনাল নাফিউল ইসলাম।

ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‍্যাক্টর ফজলে রাব্বি সিনানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাবের সেক্রেটারি ইলেক্ট মুহাম্মদ শাহাদাৎ হোসাইন রা'দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মান্নান আসিফ, দ্যা ডেইলি ক্যাম্পাসের অ্যাসাইনমেন্ট এডিটর ইরফান এইচ সায়েম, রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ ও ৩২৮১ এর বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী।

আলোচনায় অংশ নিয়ে সেশন স্পিকার নাফিউল ইসলাম তাঁর চাকরি জীবনের নানাবিধ অভিজ্ঞতা তুলে বলেন, আমরা সাধারণত বিসিএস কিংবা সরকারি চাকরির পেছনে ছুটি, কিন্তু একটু চেষ্টা করলেই আমরা অনেক ভাল বেসরকারি কিংবা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকিরি করতে পারি।

তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সফলতার নানাদিক উল্লেখ করে বলেন, কাজের প্রতি সততা ও একাগ্রতা বেসরকারি চাকুরীতে সাফল্যের মূল দিক। এই ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারা, সংকটকালীন জরুরি সাড়াদান উল্লেখযোগ্য। বিভিন্ন দিকে মনোযোগ না দিয়ে নির্দিষ্ট লক্ষ্য স্থিরপূর্বক তার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা যদি ট্রাক থেকে সরে গিয়ে অন্য কাজ করলে তাতে ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়াও তিনি এতে ছাত্রজীবনে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয়, চাকরির ইন্টারভিউ ও চাকরি জীবনে সফলতার নানাদিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

প্রোগ্রামে কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রোটার‍্যাক্টর মুনযির এম সা'দ, রোটার‍্যাক্টর মুহাম্মদ রিয়াদ এবং রোটার‍্যাক্টর ইন্তিসারুল আজীজ। এছাড়াও ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আফসানা হক মিমি, মুহাম্মদ ফয়সাল মিয়া, অহিদুল ইসলাম সাব্বির, সজীব হোসাইন এবং জানে আলম। সেই সাথে আফসানা হক মিমি বেস্ট ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হন।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটার‍্যাক্টর শাহাদাৎ দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ক্যাম্পাসভিত্তিক দেশের এক নাম্বার পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। ইতোপূর্বেও তারা আমাদের বহু প্রোগ্রামে মিডিয়া পার্টনার ছিল। সেই সাথে আজকের এই ওয়েবিনারেরও মিডিয়া পার্টনার তারা। আগামীতেও আমাদের এই বন্ধন অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬