চীন থেকে ৩০০ পিস এন৯৫ মাস্ক পাঠিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী

০৬ মে ২০২০, ০৭:৫১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জয়পুরহাটের শিক্ষার্থী মিজানুর রহমান সরকার ৩০০ পিস এন৯৫ মাস্ক পাঠিয়েছেন। মঙ্গলবার মাস্কগুলো দেশে এসেছে। ওইদিনই তা জয়পুরহাটের স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসন ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মিজানুর রহমান তার বৃত্তির টাকা বাঁচিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য শতাধিক কিট কিনে পাঠিয়েছিলেন। মিজানুর রহমান সরকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।

মিজানুর রহমান ১৫ এপ্রিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যদি করোনায় আক্রান্তের ঝুঁকির কথা বিবেচনা করি তাহলে আমার জানামতে, জয়পুরহাটে এসময়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন সাংবাদিক, পুলিশ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা । আপনাদের কাছে পর্যাপ্ত মাস্ক, গ্লোভস নেই। তারপরও আপনারা জয়পুরহাটের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের ঝুঁকির কথা চিন্তা করে চীন থেকে মাস্ক উপহার হিসেবে পাঠানোর চিন্তা করছি। আপনাদের মতামত প্রত্যাশা করছি।’

মিজানুর রহমান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ফেসবুকে মতামত পাওয়ার পর ৩০৮ টি মাস্ক কিনে উপহার হিসেবে জয়পুরহাটে পাঠানো হয়েছে। মাস্কগুলো দেশে পৌঁছেছে এবং করোনা মোকাবেলায় যারা কাজ করছেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬