করোনায় কর্মহীন মানুষের পাশে পাবনার একঝাঁক তরুণ

  © ফাইল ফটো

মহামারী করোনাভাইরাসের আগ্রাসী থাবায় থমকে গেছে দেশ। কাজের অভাবে অসহায়-অনিশ্চিত জীবন যাপন করছে লাখো মানুষ। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় কর্মহীন এই মানুষগুলোর পাশে দাড়িয়েছে পাবনার কিছু তরুণ শিক্ষার্থী।

পাবনা জিলা স্কুলের মাধ্যমিক ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে এই ত্রাণ বিতরণ কর্মসূচি। বিতরণ শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে। শহরের বিভিন্ন প্রান্তে উপার্জনহীন পরিবারগুলোকে ত্রাণ বিতরণ করা হবে তাদের বাসায় বাসায় গিয়ে।

জানা গেছে, ত্রাণ হিসেবে থাকছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি সয়াবিন তেল আর একটি করে সাবান।

ত্রাণকার্যে নিয়োজিত মাসুদ রানা বলেন, ‘দেশের এমন সময় কর্মহীন মানুষের পাশে দাড়ানো প্রত্যেক বিত্তবানের দায়িত্ব। যেহেতু আমরা যারা কাজ করছি তারা সবাই ছাত্র, তাই এখানে আমাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি সমাজের অন্যান্য মানুষদেরও আমরা সাহায্য করতে আহবান করছি।’

তিনি বলেন, ‘আপাতত আমরা শুধু পাবনা শহরের নির্দিষ্ট কয়েকটি স্থানেই ত্রাণকর্ম চালাবো। তবে পর্যাপ্ত সহায়তা আর উৎসাহ পেলে খুব শিগগিরই আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনাও আমাদের আছে।’

মহামারী করোনার বিরুদ্ধে যখন সচেতনতাই একমাত্র হাতিয়ার তখন ত্রাণকর্মসূচি পালন করতে গিয়ে তা বিঘ্নিত হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে আরেকজন ত্রাণকর্মী প্রান্ত ইসলাম বলেন, ‘আমরা যথেষ্ট সতর্কতার সাথে সচেতনতার সকল শর্ত মেনেই আমাদের কর্মসূচী পালন করবো। সেই সাথে সবাইকে সচেতন থাকার পরামর্শও দিবো।’

সবাইকে সাহায্য করার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান এই শিক্ষার্থীরা। সম্মিলিত অংশগ্রহণই সবার মুখে হাসি ফোটাতে পারে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নাম্বার- +8801766206362।


সর্বশেষ সংবাদ