বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ী সবাইকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

২১ মে ২০১৯, ০৯:০৮ PM
গোলাম রাব্বানী ও হাফেজ আবদুল্লাহ আল মামুন

গোলাম রাব্বানী ও হাফেজ আবদুল্লাহ আল মামুন

পবিত্র কোরআনের হাফেজরা বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জল করছে। তাই বিশ্বব্যাপী কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিবে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই ঘোষণা দেন। এবারের ঈদ-উল-ফিতরের পর এই সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়া বিজয়ী কোরআনের হাফেজদের শুভেচ্ছা জানিয়ে তাদের শুভকামনা করেন তিনি।

সম্প্রতি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা জানান গোলাম রাব্বানী। মঙ্গলবার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্ব মানচিত্রে গৌরবান্বিত নাম, ‘বাংলাদেশ’। টানা ৩ বার বিশ্বজয়, এবারও ১ম স্থান অধিকারী বাংলাদেশের কিশোর হাফেজ আবদুল্লাহ আল মামুন। তোমার মেধার আলোয় আলোকিত হোক স্বদেশ। শুভকামনা নিরন্তর।”

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনার ঘোষণা দিয়ে তিনি বলেন,  এ যাবৎ পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার আলোকচ্ছটায় যারা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তাদের সংবর্ধনা, সম্মাননা স্বীকৃতি ও বৃত্তি প্রদানের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ঈদের পর দ্রুততম সময়ে এই আয়োজন করা হবে ইনশাল্লাহ।

 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬