টি-শার্টে আরও কী কী লেখা উচিত, জানালেন তসলিমা নাসরিন

০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM

© টিডিসি ফটো

সম্প্রতি চলমান টি-শার্টের গায়ে লেখা সংবলিত বিষয় নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলে আসছে। ছবি গুলোতে দেখা যাচ্ছে, নারীর গায়ে পরিহিত টি-শার্টে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’। এ নিয়ে তসলিমা নাসরিন তার দেয়া ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে আরো কি কি লেখা থাকা উচিৎ তা নিয়ে জানিয়েন।

বাসসহ যেকোন গণপরিবহনে চলাচল করার সময় ভিড়ের মধ্যে গায়ের সঙ্গে ধাক্কা লাগাটা স্বাভাবিক মনে করা হয়। কিন্তু বাসের মধ্যে মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থানের ব্যাপারে অনেক সময় কিছু বিকৃতমনস্ক পুরুষ যেন ওঁৎ পেতে থাকেন।

তবে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেয়েদের টি-শার্টের ছবি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সমাজের প্রগতিশীল অংশ এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, সব পুরুষ খারাপ নয়। বাসের প্রচণ্ড ভিড়ের মাঝে গা ঘেঁষাঘেঁষি হতেই পারে।

নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুকে এই টি-শার্ট মুভমেন্ট নিয়ে চলা ব্যাপার নিজের মতামত ব্যক্ত করেছেন। প্রতিবাদী মেয়েদের তিনি উৎসাহিত করে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে আরো কিছু বাক্য লিখে দিয়েছেন টি-শার্টে লেখার জন্য।

তিনি লিখেছেন, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা টি-শার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এরকম টি-শার্ট আরও মেয়ের পরা উচিত। তিনি মনে করেন আরও কিছু লিখতে হবে টি-শার্টে।

১. ঘেঁষবেন না, আমি আপনার মা বোন নই
২. যৌনবস্তু নই। তফাত যাও।
৩. নারী -নির্যাতন বন্ধ করো।
৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।
৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো।
৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়।
৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখ।
৮. ধর্ষণমুক্ত সমাজ চাই।
৯. নারীবিদ্বেষ আর নয়।
১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।
১১. আমি আপনার স্ত্রী নই, প্রেমিকাও নই। দূরত্ব বজায় রাখুন।
১২. আমাকে বাধ্য করবেন না আপনাকে ঘৃণা করতে।
১৩. নারীবিদ্বেষী হওয়ায় কৃতিত্ব নেই, বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হন।
১৪. পুরুষাঙ্গ হওয়ার চেয়ে পুরুষ হওয়া ভালো।

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০
  • ২৮ জানুয়ারি ২০২৬
মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬