বনানীতে আগুন: একমাত্র মেয়ে মিথির স্মৃতি খুঁজে ফিরছেন মা-বাবা

০১ এপ্রিল ২০১৯, ১১:২৪ PM
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত মৌলি বাবা-মায়ের সঙ্গে

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত মৌলি বাবা-মায়ের সঙ্গে © ফাইল ফটো

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছে তানজিলা মৌলি মিথি (২৪)। বগুড়ার আদমদীঘির সান্তাহার বশিপুরের আইনজীবী মাসুদুর রহমান মাসুদের একমাত্র মেয়ে।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকাতুর মা-বাবা নাওয়া-খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। উদ্ভ্রান্তের মতো মেয়ের স্মৃতি খুঁজে ফিরছেন এ দম্পতি। সোমবার মিথির বাবা মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, কোনো সাহায্যের প্রয়োজন নেই। শুধু মিথির আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

তানজিলা মৌলি মিথি ঢাকায় ট্যুরিস্ট অ্যান্ড হেরিটেজ নামে একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি ঢাকা এশিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেন। মাত্র ৮ মাস আগে মিথির বিয়ে হয় কুমিল্লার রায়হানুল ইসলামের সঙ্গে। তারা মিরপুরে ভাড়া থাকতেন। মিথির অফিস ছিল এফ আর টাওয়ারের ১০ম তলায়।

গত ২৮ মার্চ ওই টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়েন মিথি। এ সময় পরিবারের সঙ্গে কয়েকবার মোবাইল ফোনে কথাও বলেছেন। এর পর স্বজনরা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বিকেলে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিথির মৃত্যু হয়।

যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে চায়নি আয়ারল্যান্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage