ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল অস্ট্রেলিয়ান ‘ডিম বালক’

১৭ মার্চ ২০১৯, ১১:২০ PM
মাথায় ডিম ভেঙে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই কিশোর

মাথায় ডিম ভেঙে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই কিশোর © সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে রক্তাক্ত হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেওয়া অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান এক কিশোর। তাকে এখন ‘ডিম বালক’ নামেই ডাকা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে #eggboy নামে একটি ট্রেন্ডও চালু হয়ে গেছে।

এর আগে শনিবার মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং। সে সময় ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙ্গে। ভিডিওতে দেখা যায়, এরপরে সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা এতে তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে।

বার্তা সংস্থা প্রেস এসোসিয়েশন বলছে, পুলিশ জানিয়েছে যে ওই কিশোরকে আটক করা হলেও কোনো অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আরও তদন্তের পরে ঠিক করা হবে, এই ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে কিনা। ভিক্টোরিয়া পুলিশ রয়টার্সকে জানিয়েছে, তারা পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখছে এবং এখানে ১৭ বছরের এক কিশোর জড়িত রয়েছে।

মার্কিন অভিনেত্রী চেলসি পেরেত্তি টুইটারে লিখেছেন, কেন ডিম বালক আমাকে এভাবে কাঁদালো?নিউজিল্যান্ডের রক ব্যান্ড আননোন মর্টাল অর্কেস্ট্রা সংক্ষেপে লিখেছে, ডিম বালক প্রেরণা।

রয়টার্স বলছে, ওই কিশোরের জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগ শুরু হয়েছে। যেখানে এর মধ্যেই ১৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৩ হাজার ৫০০ মার্কিন ডলার) জমা পড়েছে। এই অর্থ কিশোরের আইনি ব্যয় মেটানো আর ‘আরও বেশি ডিম কেনার’ জন্য ব্যবহৃত হবে।

অ্যানিংয়ের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটারে বলেন, তার এ ধরনের বক্তব্য ন্যক্কারজনক। এ ধরনের মতামতের অস্ট্রেলিয়াতে কোনো স্থান নেই। এটা অস্ট্রেলীয় সংসদ। নিজের মন্তব্যের জন্য তার লজ্জিত হওয়া উচিত। আমার সরকার কোনোভাবেই এর সঙ্গে একমত নয়। শুক্রবারের বিবৃতির জন্য অ্যানিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকার পার্লামেন্টে তিরস্কার প্রস্তাব তুলবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৫০ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে চায়নি আয়ারল্যান্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage