রাজধানীর চার তরুণ-তরুণী অভিনব চ্যালেঞ্জ

১৬ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
মগবাজার এলাকার চার তরুণ-তরুণী সেখানে পরিবেশ পরিষ্কার করার এই অভিনব চ্যালেঞ্জে অংশগ্রহণ করে

মগবাজার এলাকার চার তরুণ-তরুণী সেখানে পরিবেশ পরিষ্কার করার এই অভিনব চ্যালেঞ্জে অংশগ্রহণ করে © ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যাশট্যাগের কল্যাণে প্রতিনিয়তই নানা বিষয় আলোচনায় আসে। টেন ইয়ার্স চ্যালেঞ্জ, কিকি চ্যালেঞ্জ কিংবা আইসবাকেট চ্যালেঞ্জের মতো জনপ্রিয় অথচ নিছক মজা করার জন্য চালু হওয়া এসব ট্রেন্ডের ভিড়ে এবার একটি অভিনব চ্যালেঞ্জ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে তুমুল আলোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয়-ট্র্যাশ ট্যাগ চ্যালেঞ্জ। পূর্বে ঘটে যাওয়া অন্য আর সব চ্যালেঞ্জ থেকে বেশ ভিন্ন এবং উদাহরণ সৃষ্টিকারী এই চ্যালেঞ্জ। এই ব্যতিক্রমী চ্যালেঞ্জের উদ্দেশ্য, পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি দায়িত্বশীল করে তোলা। 

বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এখন এই চ্যালেঞ্জ পৌঁছেছে বাংলাদেশেও। শুক্রবার রাজধানী ঢাকার মগবাজার এলাকার চার তরুণ-তরুণী সেখানে পরিবেশ পরিষ্কার করার এই অভিনব চ্যালেঞ্জে অংশগ্রহণ করে বাংলাদেশেও এই চ্যালেঞ্জের যাত্রা শুরু করে দিয়েছেন। 

কি এই ট্রাশট্যাগ চ্যালেঞ্জ?

ট্র্যাশট্যাগ চ্যালেঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা প্রথমে এমন একটা জায়গা নির্বাচন করেন যেখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে। এরপর সেই আবর্জনাপূর্ণ জায়গাটার একটা ছবি তুলতে হবে। তারপরে পুরো জায়গাটা পরিস্কার করে সব আবর্জনা করতে হবে বস্তাবন্দি। সেই বস্তাবন্দি আবর্জনাসহ জায়গাটার আরেকটা ছবি তুলতে হবে। এরপর অনেকটা 'আগের দৃশ্য বনাম পরের দৃশ্য'র মতো ছবি দুটো জোড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#Trashtag’  অর্থাৎ হ্যাশট্যাগে প্রকাশিত করলেই হয়ে যাবে চ্যালেঞ্জে অংশগ্রহণ। সেইসাথে অন্য একজন বন্ধুকে ট্যাগ করে একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানিয়ে উৎসাহিত করতে হবে। আর এভাবেই ধারাবাহিক ভাবে চলতে থাকবে এই অভিনব চ্যালেঞ্জের ট্রেন্ড।

যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে চায়নি আয়ারল্যান্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage