ভালোবাসায় কী না হয়? ব্রাজিলের তরুণী এখন সিলেটে

০২ মার্চ ২০১৯, ১০:২৩ AM
সাহেদ ও লুসি এখন স্বামী-স্ত্রী

সাহেদ ও লুসি এখন স্বামী-স্ত্রী

ভালোবাসায় কী না হয়? ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিসহ সব বাধা অতিক্রম করে এবার সুদূর ব্রাজিল থেকে সিলেটের জকিগঞ্জে ছুটে এসেছেন এক তরুণী। নাম লুসি ক্যালেন। দেশে আসার পর ইতোমধ্যেই সিলেটের সাহেদ আহমদকে বিয়েও করে ফেলেছেন তিনি। নতুন নাম হয়েছে খাদিজা বেগম। উভয় পরিবারের সম্মতিতে মুসলিম নিয়ম মেনে বিয়ের ওই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।

জানা যায়, প্রায় দেড় বছর আগে জকিগঞ্জের বিলপার গ্রামের তৈয়ব আলীর ছেলে সাহেদ আহমদের (২৯) সঙ্গে ব্রাজিলিয়ান ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাহেদ আনসার সদস্য হিসেবে কর্মরত। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসতে গত ২০ ফেব্রুয়ারি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান লুসি ক্যালেন। সেখান থেকে সাহেদ তাকে বরণ করেন। ২১ ফেব্রুয়ারি আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে লুসি সিলেট আদালতে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন খাদিজা বেগম। বিষয়টি নিয়ে গোটা এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।

সাহেদ জানান,  লুসির সঙ্গে ফেসবুকে পরিচয়। নিজে খুব একটা ইংরেজি বোঝেন না। তবে গুগল ট্রান্সলেটের সাহায্যে লুসির সঙ্গে কথা বলতেন। এভাবেই তাদের প্রেম ও সর্বশেষ বিয়ে করলেন।

যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে চায়নি আয়ারল্যান্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী
  • ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage