ড. কামাল হোসেন

জেগে ওঠো বাঙালি, তোমার কাণ্ডারি প্রস্তুত (ভিডিও)

২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ AM
ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এরই মধ্যে ফেসবুকে আওয়ামী লীগের অনেক প্রার্থীদের  ভিডিও আপলোড দিয়ে প্রচারণা করতে দেখা গেছে। এবার তাতে যোগ দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারাও।

শুক্রবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটির শুরুতেই ড. কামাল হোসেনকে লাঠি ভর দিয়ে অন্ধকার একটি ঘরের দরজা খুলে আলোকিত করার দৃশ্য দেখানো হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হওয়ার পাশাপাশি একটি তরুণ কন্ঠে বলা হয় -

‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমিই। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর, আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্টকেও; আরে তুমিই তো বাংলাদেশ।

তুমি হার মানোনি, আমি জানি। অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না। ৭১’র ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে। ৯০’র ঠিক এই ডিসেম্বরেই গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছো। বিশ্বাস করি, ২০১৮ এর ডিসেম্বরেও তুমি জেগে উঠবে। জেগে উঠবে নতুন সূর্যের মতো দৃপ্ত হয়ে, নতুন দিনের আহ্বানে। আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি। কারণ, আমি অস্থির সময় দেখে এসেছি। আর তাই আমি ফিরে এসেছি, তোমাদেরই ভরসায়।

ভিডিওর শেষে ড. কামাল নিজ কন্ঠে বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কাণ্ডারি প্রস্তুত।’

নির্বাচনে যুক্তরাষ্ট্র কাদের পক্ষে থাকবে, জানালেন মার্কিন র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যাকাণ্ডে পাঁচজনের মৃত্যুদণ্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
রেল কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
বড় সুখবর পেলেন মোস্তাফিজ
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage