আজ বৃহস্পতিবার রাতে প্রচারিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তরুণ প্রজন্মের সরাসরি মতবিনিময় অনুষ্ঠান ‘লেটস টক উইথ শেখ হাসিনা’। আওয়ামী লীগের গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্টানটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিটিভি, মাছরাঙা, আরটিভি, ডিবিসি, চ্যানেল২৪, গাজী টিভি, চ্যানেল আই, এটিএন নিউজ এবং সময় টিভিতে প্রচার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনলাইন স্ট্রিমিংয়েও অনুষ্ঠানটি দেখা যাবে।এছাড়া সিআরআই এবং ইয়াং বাংলার ফেসবুক পেইজেও চোখ রাখতে বলেছে সিআরআই। লেটস টক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরআইর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও নসরুল হামিদ বিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. নুজহাত চৌধুরী।
সিআরআই জানিয়েছে, গত ২৩ নভেম্বর ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।দুই ঘণ্টার এই আলাপচারিতায় বিভিন্ন পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থী তরুণরা দুর্নীতিমুক্ত, লিঙ্গ বৈষম্যহীন এক উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেন প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনাও এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তরুনদের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় শেখ হাসিনার বেড়ে ওঠা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, দলের নেতৃত্ব গ্রহণের মতো বিষয়গুলো উঠে আসে।
তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সাথে খোলামেলা আলোচনা করতে এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সেজন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে ‘লেটস টক’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বেশ কয়েকবার এই অনুষ্ঠানে এসেছিলেন।
প্রসঙ্গত, সিআরআই নিবেদিত শেখ হাসিনার জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: এ ডটার্স টেল’ আগামী শনিবার দুপুর ৩টায় মাছরাঙ্গা, চ্যানেল আই ও গাজী টিভিতে প্রচারিত হবে।