তরুণ উদ্যোক্তা তৈরিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা

১২ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ PM

© সংগৃহীত

দেশের তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসা প্রতিযোগিতার আয়োজন করছে বুয়েটের এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব। পায়োনেরোস ৩.০ নামক এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। গত ৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় সহায়তা করছে সিটি ব্যাংক লিমিটেড। 

এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের ফেসবুক পাতায় খোলা একটি ইভেন্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অথবা যারা মনে করেন ব্যবসা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন সমস্যার যুগোপযোগী সমাধান দিতে পারবেন তাদের জন্য এই প্রতিযোগিতা।

ক্লাবের সদস্যরা জানান, দেশের সম্ভাবনাময় আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের বাস্তবক্ষেত্রে ব্যবসায়িক সমস্যাগুলোর সমাধানে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা প্রদান করাই পায়োনেরোসের উদ্দেশ্য। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে আরও বেশি উদ্যোক্তা তৈরির দার উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।  

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েটের শিক্ষার্থী হতে হবে। প্রতিযোগীদেরকে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি দলে তিন থেকে চারজন সদস্য থাকতে হবে। দলের প্রত্যেক সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। আগ্রহী দল ৮০০ টাকা দিয়ে অনলাইনে প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন। 

প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে এক লাখ টাকা পুরস্কার। এছাড়া প্রথম রানারআপকে ৫০ হাজার টাকা ও দ্বিতীয় রানারআপককে ২৫ হাজার টাকা প্রদান করা হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে...

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage