উত্যক্তকারীকে নতুন জীবন দিলেন পুলিশ কর্মকর্তা

০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM
মাহিনের হাতে বই তুলে দিচ্ছেন দেলওয়ার হোসেন

মাহিনের হাতে বই তুলে দিচ্ছেন দেলওয়ার হোসেন © সংগৃহীত

কলেজছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে পুলিশে দেয় এলাকাবাসী। সাধারণভাবে ওই বখাটে যুবককে তার অপরাধের জন্য শাস্তি ভোগ করার কথা থাকলেও এক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। জেলে না দিয়ে খোদ পুলিশ নিজেই ওই বখাটের লেখাপড়ার দায়িত্ব নিলেন। হাতে তুলে দিলেন বই খাতা। চট্টগ্রামের সিতাকুণ্ডে এই ঘটনা ঘটেছে। 

জানা যায়, সীতাকুণ্ডে এক কলেজছাত্রীকে উত্যক্ত করার সময় মাহিন নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সীতাকুণ্ড থানার ওসি শেখ মো. দেলোয়ার হোসেন তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন,মাহিন নিজামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা অন্যত্র বিয়ে করায় কলেজে ভর্তি হয়েও বইয়ের জন্য কলেজে যেতে পারে না। তার বাবা দীর্ঘদিন ধরে তাদের কোন খোঁজ খবর রাখেনা। ১০ বছর ধরে ঘরে একমাত্র অভিভাবক হিসেবে মা ছাড়া কেউ নেই। এই ঘটনা শুনে ওসি নিজেই মাহিনের পড়ালেখার দায়িত্ব নেন। তার হাতে বই খাতা তুলে দেন। 

জানতে চাইলে মাহিনের মা রোকসানা বেগম বলেন, ‘ওসি স্যারের কাছে আমি কৃতজ্ঞ। রাতে তার কাছে ছেলেকে নিয়ে গেলে তিনি মাহিনের ওসি আমার ছেলের পড়ালেখার সব ব্যবস্থা করে দিয়েছেন। তাকে নতুন জীবনের পথ দেখিয়েছেন। আমি তার কাছে চির কৃতজ্ঞ। তিনি আমার ছেলের পড়ালেখার খরচ বহন করবেন বলে আশ্বাস দেন।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘অনেক সময় সন্তানদের আদর দিয়েও শাসন করা যায়। তাই তাকে ভাল হওয়ার জন্য সুযোগ দিয়ে বই-পুস্তক কিনে দেই এবং তার পড়ালেখার খরচ আমি বহন করবো বলে জানাই।’

 

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage