ড. আতিউর রহমান

তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ নিশ্চিত করতে হবে

২৯ নভেম্বর ২০১৮, ১০:২৩ AM
পিস সামিটে মূল নিবন্ধ উপস্থাপন করেন ড. আতিউর রহমান

পিস সামিটে মূল নিবন্ধ উপস্থাপন করেন ড. আতিউর রহমান © সংগৃহীত

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের উদ্যোক্তা হিসেবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকায় প্রেনিউরল্যাব ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় পিস সামিটের একটি অধিবেশনে মূল নিবন্ধ উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান।

পিস সামিটের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল - ‘বাংলাদেশের অর্থনীতির ওপর জাতীয় নির্বাচন ২০১৮’র প্রভাব ও তরুণদের জন্য সুযোগ’ এবং ‘জাতীয় নির্বাচন ২০১৮-এ গণমাধ্যমের ভূমিকা’।

তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করার পরও যথেষ্ট কর্মসংস্থান, দরিদ্র দূরীকরণ, কৃষি উৎপাদন দ্বিগুণ করা, সুশাসন নিশ্চিত করা এবং শিল্প খাতের দ্রুত ও টেকসই বিকাশ সাধনের মতো চ্যালেঞ্জ এখনও সামনে রয়েছে। দেশের তরুণ সমাজ এই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। তরুণরা বিশেষভাবে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগগুলোর বিষয়ে আগ্রহী। সম্প্রতি মোবাইল মানি ট্রান্সফার ও রাইড শেয়ারিং সেবার সাফল্য তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক হয়েছে। তবে এই তরুণ উদ্যোক্তাদের সফল করতে বাজারে প্রবেশের সুযোগ, অর্থায়নের উৎস ইত্যাদি বিষয়ে সুচিন্তিত নির্দেশনা প্রয়োজন।

তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাবনাময় উদ্যোক্তা এবং বাজারের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করতে পারে। প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন সহযোগিতা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন ও এন্টারপ্রেনিউরশিপ ল্যাব স্থাপন করা দরকার। জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলো পরিবীক্ষণ এবং সমন্বয় সাধন করতে পারলে তা এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage