বিজয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো
আয়কর মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘কর শিক্ষণ ফোরামে’র কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ।
বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে নবমবারের মতো অনুষ্ঠিত আয়কর মেলায় ‘কর শিক্ষণ ফোরামে’র এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের তিন জনকে প্রাইজবন্ড এবং বাকিদেরকে বই ও সনদ প্রদান করা হয়। প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ফিন্যান্স এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের মোট ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়।
এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার মেলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জনকে বই ও সনদ দেওয়ার পাশাপাশি বাকি শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।