বিপুল লোকসানে থাকা পাকিস্তান এয়ারলাইনস বিক্রি হলো ৪৮ কোটি ডলারে

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)  © সংগৃহীত

তীব্র আর্থিক সংকটে থাকা পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস' (পিআইএ)-এর মালিকানা শেষ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিল দেশটির সরকার। দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল আর দুর্বল ব্যবস্থাপনার কারণে লোকসানে জর্জরিত এই সংস্থাটি বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছিল। ২০২২ অর্থবছরে পিআইএ ৪৩ কোটি ৭০ লাখ ডলার নিট লোকসান গুনেছিল। এমন পরিস্থিতিতে লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিক্রয় সম্পন্ন হলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ৪৮ কোটি ২০ লাখ ডলার) দর দিয়ে বিজয়ী হয়েছে ‘আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ’। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি পিআইএ-এর ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছে এবং আগামী মাসগুলোতে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও তাদের থাকছে। নিলামে অন্য দুই প্রতিদ্বন্দ্বী লাকি সিমেন্ট কনসোর্টিয়াম ১৩৪ বিলিয়ন রুপি এবং এয়ার ব্লু ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি দর প্রস্তাব করেছিল।

নিলাম চলাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এটি দেশের ইতিহাসের অন্যতম বড় লেনদেন, তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি ছিল। এর আগে গত বছর একবার বেসরকারীকরণের চেষ্টা করা হলেও সরকারের প্রত্যাশিত দরের চেয়ে অনেক কম দাম ওঠায় সেই প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। মূলত পাকিস্তানের মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবিলা এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যেই এবার লোকসানি এই বিমান সংস্থাটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!